মেহেরপুরের মুক্তিযোদ্ধা আমজাদ হোসেনের ইন্তেকাল

 

মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার ঝাউবাড়িয়া গ্রামের বিশিষ্ট মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন আর বেঁচে নেই। গতকাল শুক্রবার তার নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে……রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৬ বছর। মরহুমের স্ত্রী, ২ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় মরহুমের লাশ  দাফন করা হয়েছে। ঝাউবাড়িয়া স্কুলমাঠে পুলিশের একটি চৌকশ দল গার্ড অব অনার প্রদান করেন। পরে জেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে তার কফিনে পুষ্পমাল্য অর্পণ করা হয়। ভারপ্রাপ্ত জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মতিউর রহমান বাচ্চু, সাবেক উপজেলা কমান্ডার আবুল কাশেম, মেহেরপুর সদর থানার ওসি (তদন্ত) তারিকুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন। পরে জানাজা শেষে ঝাউবাড়িয়া গ্রাম্য কবর স্থানে তার লাশ দাফন করা হয়।