স্টাফ রিপোর্টার: বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এর অধীনে নবম শিক্ষক নিবন্ধন পরীক্ষা গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে। গতকাল প্রথম দিন মাধ্যমিক পর্যায়ের নিবন্ধনের জন্য পরীক্ষা অনুষ্ঠিত হয়। আজ শনিবার উচ্চ মাধ্যমিক পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
দু দিনে ২০টি কেন্দ্রের ২৪৮টি ভেনুতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে নিবন্ধনের জন্য তিন লাখ ১৪ হাজার ৮৮৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। আজ অনুষ্ঠিত হবে কলেজ পর্যায়ের পরীক্ষা। এ পরীক্ষায় অংশ নেবেন এক লাখ ৯ হাজার ৬৭৭ জন।
শিক্ষা মন্ত্রণালয়ের সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী গতকাল ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এসএম গোলাম ফারুক, এনটিআরসিএ’র চেয়ারম্যান আশীষ কুমার সরকার, ঢাকা টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ প্রফেসর দীপক কুমার নাগসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
দেশের বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে মানসম্পন্ন শিক্ষক নিয়োগের লক্ষ্যে এ পরীক্ষা গ্রহণ করা হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এ পরীক্ষায় উত্তীর্ণদের সনদের মেয়াদ থাকবে আজীবন।