খবর: (বেগমপুর আইসি ইনচার্জের বিরুদ্ধে আসামি ধরে ছেড়ে দেয়ার অভিযোগ)
ধরি ছাড়ি পয়সা নাড়ি
বদের ধাড়ি আমি
টাটকা-বাসি গরু খাসি
নিয়ে আসি দামি।
লোকটা পাকা চিনি টাকা
সবার কাকা হই,
আমি টাকি ধার বা বাকি
ওসব ফাঁকি কই।
এটা ওটা খেয়ে মোটা
দিলাম কোঠা ঘর,
দিনে রাতে আসছে হাতে
দিইনে তাতে কর।
Ñআহাদ আলী মোল্লা