জাফরপুর গ্রামের ইকবাল সিআর মামলায় গ্রেফতার

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা সদরের শংকরচন্দ্র ইউনিয়নের জাফরপুর গ্রামের মোহাম্মদ আলী ছেলে ইকবালকে (৩৩) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সন্ধ্যায় তার নিজ এলাকা থেকে সিআর মামলায় ওয়ারেন্ট থাকায় গ্রেফতার করা হয়। গ্রেফতার করার সময় তার মুখে মদের গন্ধ ছিলো বলে ডিউটি অফিসার এসআই কাইয়ুম জানিয়েছেন।