স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় পেপসি-কোলা গোডাউন শোরুমে চুরির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে চুয়াডাঙ্গা ফেরিঘাট রোডের হক টাউয়ারের পাশের গলিতে এ চুরির ঘটনা ঘটে বলে জানান পেপসি-কোলা শোরুমের চুয়াডাঙ্গাস্থ কাস্টমার এক্সিকিউটিভ রেজাউল করিম রেজা। এ ব্যাপারে চুয়াডাঙ্গা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। সাধারণ ডায়েরিসূত্রে জানা গেছে, ১৪ কেস হাফ লিটার, পাঁচ কেস এক লিটার, চার কেস দু লিটার সেভেন আপ, আট কেস স্ট্রিং এনার্জি ড্রিংক এবং ক্যাশ বাক্সে থাকা ১৬ হাজার ৬০ টাকা সংবদ্ধচোরেরা চুরি করে নিয়ে গেছে। গোডাউনের পেছনের দরজা ভেঙে এ চুরি সংঘটিত হয়। গতকাল শুক্রবার ছুটির দিন হলেও অফিসিয়াল কাজ করার জন্য রেজাউল করিম গোডাউনের তালা খুলে দেখে পেছনের দরজা ভাঙা। ক্যাশবাক্সে এলোমেলো। কোমলপানীয়র লাইন ফাঁকা। নিজের ব্যবহৃত ডিজিটাল ক্যামেরাটি ভাঙা দরজার পাশে পড়ে। নগদ টাকাসহ চুরি যাওয়া কোমলপানীয়র মূল্য ৩৫ হাজার পাঁচশত টাকা বলে জানানো হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা সদর থানার সাবইন্সপেক্টর খালিদ ঘটনাস্থল পরিদর্শন করেন।