গাংনী ইমারত নির্মাণকারী শ্রমিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

হাফিজুল সভাপতি সাহিদুল সম্পাদক নির্বাচিত

 

 

গাংনী প্রতিনিধি: বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে মেহেরপুর গাংনী উপজেলা ইমারত নির্মাণকারী শ্রমিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে হাফিজুল ইসলাম ২০৬ ভোটে ও সাধারণ সম্পাদক পদে সাহিদুল ইসলাম ২৫৪ ভোটের ব্যবধানে জয়লাভ করেন। গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ৯টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। সভাপতি পদে হাফিজুল ইসলাম (চাকা) ৪৭৯ ভোট এবং তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বিদায়ী সভাপতি আমিরুল ইসলাম (দেয়াল ঘড়ি) পেয়েছেন ২৯১ ভোট। সাধারণ সম্পাদক পদে সাহিদুল ইসলাম (ফুটবল) ৫২১ ভোট এবং তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বিদায়ী সম্পাদক সামিউল ইসলাম (আনারস) ২৬৭ ভোট পেয়েছেন। সহসভাপতি পদে গোলাম মোস্তফা (আম) ২৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী মিজানুর রহমান (টেলিভিশন) পেয়েছেন ২২৮ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক পদে লুৎফর রহমান (হাত পাখা) ২৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। একমাত্র প্রতিদ্বন্দ্বী আব্দুল ওহাব (মই) পেয়েছেন ২২৩ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে মফেজ উদ্দীন (বালতি) ২০৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. পলাশ (হরিণ) ১৬৯ ভোট এবং অপরপ্রার্থী নিজাম উদ্দীন (মোরগ) পেয়েছেন ১৬২ ভোট। ক্যাশিয়ার, সহক্যাশিয়ারসহ অন্যান্য পদে ভোট গণনা চলছিলো। এ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার গাংনী বাজার কমিটির সভাপতি হাফিজুর রহমান মানিক জানিয়েছেন ৮৮৪টি ভোটের মধ্যে পোল হয়েছে ৮৩৯টি। ১৩টি পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন ২১ জন প্রার্থী। বাজার কমিটির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান স্বপন সহনির্বাচন কমিশনার, উপসহকারী কৃষি কর্মকর্মতা আমজাদ হোসেন প্রিজাইডিং অফিসার, পৌরসভার অফিস সহকারী আসলাম আলী সহকারী প্রিজাইডিং অফিসার ও পৌরসভার কর্মকর্তা কর্মচারী এবং কয়েকজন শিক্ষক পোলিং অফিসারের দায়িত্ব পালন করেন। ভোট গণনার সময় গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী ও গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুল আলম উপস্থিত ছিলেন। সারাদিন ভোট কেন্দ্রের বাইরে প্রার্থীদের সমর্থক ও সাধারণ ভোটাররা নেচে গেয়ে প্রার্থীর পক্ষে স্লোগান দিয়ে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে। শান্তিপূর্ণ পরিবেশেই শেষ হয় এ নির্বাচন।