ক্রীড়া প্রতিবেদক: ৪২তম জাতীয় আন্তঃস্কুল-মাদরাসা ক্রীড়া প্রতিযোগিতার ফুটবলে চুয়াডাঙ্গা সদর উপজেলা পর্যায়ের পশ্চিম জোন কোয়ার্টার ফাইনাল সম্পন্ন হয়। আজ সেমিফাইনাল শুক্রবার অনুষ্ঠিত হবে সেমিফাইনাল। গতকাল বৃহস্পতিবার বালক ফুটবলে চুয়াডাঙ্গা ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয় ২-০ গোলে আদর্শ উচ্চ বিদ্যালয়কে পরাজিত করেছে। দিনের অপর খেলায় প্রতিপক্ষ মাঠে না আসায় এম.এ বারী মাধ্যমিক বিদ্যালয় ওয়াক ওভার লাভ করে।
জানা গেছে, কোনো দলের মুখোমুখি না হওয়া সত্বেও ফিক্চারের কারিশমায় সেমিফাইনালে খেলার সুযোগ পেয়েছে এম.এ বারী মাধ্যমিক বিদ্যালয়। এদিকে বালিকাদের পশ্চিম জোন ফাইনালে টাইব্রেকারে আলুকদিয়া রোমেলা খাতুন মাধ্যমিক বালিকা বিদ্যালয় ৩-২ গোলে রাহেলা খাতুন মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে। আজ বিকেল ৩টায় বালকদের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে চুয়াডাঙ্গা রেলবাজার ফাজিল মাদরাসা ও এম.এ বারী মাধ্যমিক বিদ্যালয় এবং দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয় ও নীলমণিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়। খেলাগুলো পরিচালনা করেন আজিজুল হক শীল, আ. সালাম, আ. মালেক, সুমন জোয়ার্দ্দার ও হাফিজুর রহমান।