স্টাফ রিপোর্টার: সুষ্ঠু নির্বাচনের জন্য নির্দলীয় সরকারের কোনো বিকল্প নেই মন্তব্য করে নোবেল বিজয়ী ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা অর্থনীতিবিদ ড.মুহাম্মদ ইউনূস বলেছেন, একটি নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনেই নির্বাচন হওয়া উচিত। এজন্য দ্রুততম সময়ের মধ্যে রাজনৈতিক দলগুলো সমঝোতায় পৌঁছাতে হবে বলেও মন্তব্য করেছেন তিনি। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় রাজধানীর মিরপুরস্থ ইউনূস সেন্টারে ড. মুহাম্মদ ইউনূসের সাথে বঙ্গবীর কাদের সিদ্দিকীর নেতৃত্বে কৃষক শ্রমিক জনতালীগের একটি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ মন্তব্য করেন। ড. ইউনূস বলেন, বাংলাদেশে তৃতীয় শক্তি বলে কিছু নেই। নির্বাচনেই সবকিছুর সমাধান। এজন্য সবাইকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থায় আন্তরিক হওয়ারও আহ্বান জানান তিনি।