আমঝুপি প্রতিনিধি: মেহেরপুর আন্তঃউপজেলা মাধ্যেমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে গতকাল বৃহস্পতিবার আমঝুপি মাধ্যেমিক বিদ্যালয় ও ঝাউবাড়িয়া মাধ্যেমিক বিদ্যালয়ের নিজ নিজ খেলায় জয়লাভ করে। আমঝুপি মাধ্যেমিক বিদ্যালয়মাঠে অনুষ্ঠিত খেলায় ঝাউবাড়িয়া মাধ্যেমিক বিদ্যালয় ৩-০ গোলে আরআর মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে।
অপরদিকে সাহেবপুর মাধ্যমিক বিদ্যালয়কে ২-১ গোলে আমঝুপি মাধ্যেমিক বিদ্যালয় পরাজিত করে।