ভ্রাম্যমান প্রতিনিধি: দামুড়হুদার জগন্নাথপুর বিজিবি চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছে কার্পাসডাঙ্গা বাজারে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে জগন্নাথপুর বিজিবি ক্যাম্পের ল্যান্স নায়েক কাজী আব্দুল হান্নান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় সদস্যদের নিয়ে মাদকবিরোধী অভিযান চালান কার্পাসডাঙ্গা বাজারে। বিজিবি সদস্যরা বাজারের আহসানুল হক ওরফে ইংরেজ নামের এক ব্যক্তির কসমেটিকসের দোকান থেকে ভারতীয় বিভিন্ন মালামাল উদ্ধার করেছে। যার অনুমানিক মূল্য ৫০ হাজার টাকা।