খবর: (মহেশপুরে বিয়ে পাগলা স্বামীর অত্যাচারে ৫ম স্ত্রীর আত্মহত্যা)
বিয়ের পরে বিয়ে করেন তিনি
বিয়ে পাগল মানুষ বলে চিনি
বিয়ে করেন পয়সা কড়ির লোভে
বউরা মরে অনেক রাগে ক্ষোভে।
পান থেকে চুন খসলে খাবে লাঠি
ভালোবাসা পুরোই হবে মাটি
কথায় কথায় বউয়ের ওপর চড়াও
হাতের লাঠি সকাল-বিকেল নড়াও।
বিয়ের বাজার ভালোই করো গরম
তোমার নাকি এক চুলও নেই শরম
বউ মরে যায় ছুঁচো স্বামীর জ্বালায়
কেউ কেউ ফের বাড়ি ছেড়ে পালায়।
-আহাদ আলী মোল্লা