স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সরকারি কলেজে নবাগত উপাধ্যক্ষের সংবর্ধনা ও ঈদপুনর্মিলনী-২০১৩ অনুষ্ঠান উপলক্ষে গতকাল বৃহস্পতিবার দুপুর ২টার দিকে আলোচনাসভার আয়োজন করা হয়। আলোচনাসভা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোসাম্মাৎ রোকেয়া বেগম। উপস্থিত ছিলেন- সদ্য যোগদানকৃত উপাধ্যক্ষ মো. আজিজুর রহমান, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মো. আব্দুল মতিন, সিনিয়র শিক্ষক মো. আব্দুল ওয়াদুদ মালিক এবং সদ্য যোগদানকৃত প্রধান সহকারী মোহাম্মদ সরোওয়ার হোসেন। বক্তব্য রাখেন- ৩য় ও ৪র্থ শ্রেণি কর্মচারীবৃন্দের পক্ষ থেকে মো. আনছার আলী, মো. আশরাফ, মো. আশিদুল ইসলাম, মো. মতিয়ার রহমান, মো. একরামুল হক, শ্রী অরবিন্দু, মো. কাশেম আলী, মো. জাহাঙ্গীর আলম, সোনিয়া পারভীন, মো. আরিফুল ইসলাম সুজন, মো. আলাউদ্দিন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন মো. আনছার আলী।