কোটচাঁদপুর প্রতিনিধি: কোটচাঁদপুরে স্কুলছাত্রীর শ্লীলতাহানির দায়ে পুলিশ মেহেদী হাসান (১৮) নামে এক কলেজছাত্রকে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, অস্টম শ্রেণির এক ছাত্রী গত বুধবার দুপুরে স্কুল ছুটি শেষে বাড়ি ফিরছিলো। পথিমধ্যে মুরুটিয়া মোড়ে স্কুলছাত্রী এলে ধৃত মেহেদী হাসানসহ তার অপর দু সঙ্গী তাকে জোরপূর্বক পার্শ্ববর্তী আখক্ষেতে নিয়ে শ্লীতাহানির চেষ্টা করে। এ সময় স্কুলছাত্রীর চিৎকারে লোকজন এসে মেহেদী হাসানকে হাতেনাতে ধরে ফেলে। অবস্থা বেগতিক দেখে মেহেদী হাসানের অপর দু সঙ্গী পালিয়ে যায়। মেহেদী হাসান কলেজ স্ট্যান্ড এলাকার মোহাম্মদ আলী জিন্নার ছেলে এবং সে কোটচাঁদপুর সরকারি কলেজের মানবিক বিভাগের প্রথম বর্ষের ছাত্র। এ ব্যাপারে স্কুলছাত্রীর পিতা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।