ক্রীড়া প্রতিবেদক: ৪২তম জাতীয় আন্তঃস্কুল-মাদরাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার চুয়াডাঙ্গা সদর উপজেলা পর্যায়ের ফুটবলে পশ্চিম জোনের সেমিফাইনালে উন্নীত হয়েছে চুয়াডাঙ্গা ফাজিল মাদরাসা। গতকাল বুধবার বিকেল ৩টায় চুয়াডাঙ্গা স্টেডিয়ামে দ্বিতীয় রাউন্ডের খেলায় মুখোমুখি হয় চুয়াডাঙ্গা ফাজিল ডিগ্রি মাদরাসা ও সীমান্ত মাধ্যমিক বিদ্যালয়। খেলার প্রথমার্ধে মাদরাসার পক্ষে পারভেজ ও ইমাম হোসাইন ১টি করে গোল করে ২-০ ব্যবধানে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধের শুরুতে ইমাম হোসেন আরো ১টি গোল করে ব্যবধান বাড়ায়।
খেলার শেষ বাঁশি বাজার দু মিনিট পূর্বে হাফেজ ফরহাদ আরো ১টি গোল করে জয় নিশ্চিত করে। শেষ পর্যন্ত চুয়াডাঙ্গা ফাজিল মাদরাসা ৪-০ গোলে সীমান্ত মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। দিনের অপর খেলায় নীলমণিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় ৩-১ গোলে চুয়াডাঙ্গা একাডেমিকে পরাজিত করে। বালিকা ফুটবলের একমাত্র খেলায় আলোকদিয়া রোমেলা খাতুন মাধ্যমিক বালিকা বিদ্যালয় ২-১ গোলে নীলমনিগঞ্জ মাধ্যমিক বালিকা বিদ্যালয়কে পরাজিত করে। খেলা পরিচালনা করেন আজিজুল হক শীল, আ. সালাম, আ. মালেক, সুমন জোয়ার্দ্দার ও হাফিজুর রহমান।