আমঝুপি প্রতিনিধ: মেহেরপুর আন্তঃউপজেলা মাধ্যেমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে গতকালের খেলায় উজুলপুর মাধ্যেমিক বিদ্যালয় ও মোমিনপুর মাধ্যেমিক বিদ্যালয়ের নিজ নিজ খেলায় জয়লাভ করে। আমঝুপি মাধ্যেমিক বিদ্যালয়মাঠে অনুষ্ঠিত প্রথম খেলায় উজুলপুর ও কাজী নজরুল ইসলাম মাধ্যেমিক বিদ্যালয়ের মধ্যকার খেলায় কাজী নজরুল ইসলাম মাধ্যেমিক বিদ্যালয় উপস্থিত না থাকায় উজুলপুর মাধ্যেমিক বিদ্যালয় ওয়াকওভার লাভ করে।
অপরদিকে মোমিনপুর মাধ্যেমিক বিদ্যালয় ও মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের মধ্যেকার খেলা গোলশূন্যভাবে শেষ হলে টাইব্রেকারে মোমিনপুর মাধ্যোমক বিদ্যালয় ৩-২ গোলে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। একইমাঠে সকালে কাবাডিতে আমঝুপি মাধ্যেমিক বিদ্যালয় ৩৭-৬ পয়েন্টে কামদেবপুর মাধ্যেমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে।