মেহেরপুর আন্তঃউপজেলা মাধ্যেমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে চকশ্যামনগর ও কান্দেপপুর জয়ী

 

আমঝুপি প্রতিনিধি: মেহেরপুর আন্তঃউপজেলা মাধ্যেমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে গতকালের  খেলায় চকশ্যামনগর মাধ্যেমিক বিদ্যালয় ও কান্দেপপুর মাধ্যেমিক বিদ্যালয় নিজনিজ খেলায় জয় লাভ করে। আমঝুপি মাধ্যেমিক বিদ্যালয়মাঠে অনুষ্ঠিত প্রথম খেলায় চকশ্যামনগর মাধ্যেমিক বিদ্যালয় ১-০ গোলে বলিয়ারপুর মাধ্যেমিক বিদ্যালয়কে ও অপর খেলায় আশরাফপুর মাধ্যেমিক বিদ্যালয় ১-০ গোলে শালিকা মাধ্যেমিক বিদ্যালয়কে পরাজিত করে।

এদিকে একই মাঠে সকালে আর আর মাধ্যেমিক বিদ্যালয় ও শালিকা মাধ্যেমিক বিদ্যালয়ে মধ্যে কাবাডি খেলায় আর আর মাধ্যেমিক বিদ্যালয় ওয়াকওভার লাভ করে জয়ী হয়।