মহেশপুর প্রতিনিধি: ভোরে উপজেলার লেবুতলা সীমান্ত থেকে গতকাল বুধবার জলুলী ক্যাম্পের বিজিবি সদস্যরা ১শ’ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে।
বিজিবিসূত্রে প্রকাশ, জলুলী ক্যাম্পের নায়েব সুবেদার হাফিজুর রহমানের নেতৃত্বে টহলরত বিজিবি’র সদস্যরা লেবুতলা কোদলা নদীর পাড় থেকে ১শ’ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। কয়েকজন চোরাকারবারী নদীর পাড়ে অবস্থান করছিলো। এ সময় তারা বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাল ফেলে ভারত সীমান্তে ঢুকে পড়ে। ফলে তাদের আটক করা সম্ভব হয়নি।