আলমডাঙ্গা ব্যুরো: বাবা-মায়ের ওপর রাগ করে বিদেশ ফেরত গোবিন্দপুর মাঠপাড়ার যুবক আবু ডালিম বিষপান করে আত্মহত্যা করেছে।
জানা গেছে, আলমডাঙ্গা পৌর শহরে গোবিন্দপুর মাঠপাড়ার হাশেম আলীর ছেলে আবু ডালিম (২৭) প্রায় সাত বছর আগে বিদেশে পাড়ি জমায়। দেশে ফিরে সে কুষ্টিয়া জেলার ইবি থানার রাধানগর গ্রামের ফরিদুর রহমানের মেয়ে নাসিমা খাতুনকে বিয়ে করে। তাদের দাম্পত্যে শাওন নামের এক শিশুসন্তান রয়েছে। সম্প্রতি ডালিম পুনরায় বিদেশে যাওয়ার চেষ্টা করছিলো। কয়েকদিন আগে বিদেশ যাওয়ার জন্য বাবা-মায়ের কাছে টাকা চায়। বাবা-মা টাকা না দিতে চাইলে ছেলের সাথে তাদের ঝগড়া হয়। বাবা-মা শ্বশুরবাড়ি থেকে টাকা নিতে বললে রাগে-ক্ষোভে আবু ডালিম গতকাল সকালে বাড়ি থেকে বের হয়ে যায়। বেলা ২টার দিকে জামজামি-যমুনার মাঠ থেকে মোবাইলফোনে সে বিষপান করার কথা তার বাবা-মাকে জানায়। বাবা-মাসহ আত্মীয়স্বজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে আলমডাঙ্গার শহিদ ডাক্তারের নিকট বিষ তোলার জন্য নিয়ে যায়। চিকিৎসা শুরু করার আগেই আবু ডালিমের মৃত্যুর হয় বলে জানা গেছে। একমাত্র ছেলের আত্মহত্যার ঘটনায় বাবা-মা পাগল প্রায়। এ ব্যাপারে আলমডাঙ্গা থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।