দৌলৎগঞ্জ সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

 

নাসিরউদ্দিন সভাপতি এম আর বাবু সম্পাদক নির্বাচিত

জীবননগর ব্যুরো: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার দৌলৎগঞ্জ স্থলবন্দর ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়াডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। ২৫ সদস্য বিশিষ্ট নতুন গঠিত কমিটির সভাপতি পদে নাসিরউদ্দিন ও সাধারণ সম্পাদক পদে সাংবাদিক এম আর বাবু নির্বাচিত হয়েছেন।

গতকাল মঙ্গলবার দুপুরে জীবননগর শহরের জেলা পরিষদ ডাকবাংলো চত্বরে ব্যবসায়ী সাবেক পৌর কাউন্সিলর জাহাঙ্গীর আলমের আহ্বানে সভা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মালেক মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দৌলৎগঞ্জ শুল্ক স্টেশনকে স্থলবন্দর হিসেবে ঘোষণা করায় বর্তমান সরকারকে ধন্যবাদ জানানো হয়। আগামী ২৪ আগস্ট এ স্থলবন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খানের আগমন সফল করতে ও অবিলম্বে ভারতের মাঝদিয়া স্থলবন্দরকে কার্যকরী করতে প্রয়োজনে ভারতীয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। গ্রহীত সিদ্ধান্তবলী বাস্তবায়ন করতে ৩ বছরের জন্য ২৫ সদস্য বিশিষ্ট দৌলৎগঞ্জ স্থলবন্দর ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়াডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়। কমিটির অপর সদস্যরা হচ্ছেন- সিনিয়র সহসভাপতি শাহজাহান কবীর, সহসভাপতি কাউন্সিলর শেখ জয়নাল আবেদীন, সিনিয়র সহসম্পাদক আব্দুস সালাম ইসা, সহসম্পাদক কাউন্সিলর নবী শাহ্, সাংগঠনিক সম্পাদক পদে ওয়াসিম রাজা, কোষাধ্যক্ষ পদে রফিকুল ইসলাম রফিক, প্রচার সম্পাদক ও দপ্তর সম্পাদক পদে সেলিমউদ্দিন নির্বাচিত হয়েছেন। নির্বাহী সদস্য পদে নির্বাচিত হচ্ছেন যথাক্রমে লিয়াকত আলী শাহ্, কাজী বদরুদ্দোজা, জাহাঙ্গীর আলম, আব্দুল হান্নান, আব্দুল মালেক মোল্লা, সোহরাব হোসেন খাঁন, মাহতাব উদ্দিন, আসাদুজ্জামান মিন্টু, সালাউদ্দীন কাজল, সাইদুর রহমান, জাকির হোসেন, শওকত আলী, নাসিরউদ্দিন, মুন্সী ওয়াহেদুল ইসলাম খোকন ও আনোয়ার হোসেন।