ডাকবালা প্রতিনিধি: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো. মসিউর রহমান বলেছেন, দেশের মানুষ জেগে উঠেছে। শেখ হাসিনার কোনো হুঙ্কারে আর কাজ হবে না। তিনি বলেন, মহাজোট সরকারের দুঃশাসনে মানুষ অতিষ্ঠ। তাই সিটি নির্বাচনে ভোটাররা ব্যালটের মাধ্যমে প্রতিশোধ নিয়েছেন। মসিউর রহমান গতকাল বুধবার ঝিনাইদহ শহরের কেপি বসু সড়কে জেলা যুবদলের এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। যুবদল নেতা রোকনুজ্জামান রোকনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের জেলা আহ্বায়ক রওশন বিন কদর মিরণ, আহসান হাবিব রণক, মীর ফজলে ইলাহী শিমুল, রবিউল ইসলাম, লোকমান হোসন, সাইফুল ইসলাম, মাফিরুল ইসলাম, জাহাঙ্গী আনাম, রিপন ও আশরাফ হোসেন।