দামুড়হুদা অফিস: দামুড়হুদা উপজেলা সদরের চিৎলা হাসাপাতালপাড়ায় এক বাড়িতে ডাকাতি হয়েছে। এ ব্যাপারে দামুড়হুদা থানায় মামলা হয়েছে। পুলিশ একজনকে আটক করেছে। গত সোমবার রাতে এ ডাকাতি ঘটনা ঘটে।
জানা গেছে, চিৎলা হাসপাতালপাড়ার বাবলু মিস্ত্রীর ছেলে উসমান আলীর বাড়িতে গভীর রাতে আট-দশজনের জনের মুখোশধারী ডাকাতদল প্রবেশ করে। তারা ঘরের মধ্যে প্রবেশ করে স্বামী-স্ত্রীকে ধারালো দায়ের মুখে জিম্মি করে নগদ পঁয়তাল্লিশ হাজার টাকা, সোনা ও রূপার অলঙ্কারসহ প্রায় পঞ্চান্ন হাজার টাকার মালামাল নিয়ে যায়। নিয়ে যাওয়ার পথে উসমান আলীর সাথে ডাকাতদের ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে একজনের মুখোশ খুলে গেলে তাকে চিনতে পারে। বিষয়টি রাতেই দামুড়হুদা থানা পুলিশকে জানালে চিনতে পারা ডাকাত একইপাড়ার মৃত চান্দা মোল্লার ছেলে ইন্নাল আলীকে (৪৫) আটক করে। এ ব্যাপারে দামুড়হুদা থানায় একটি চুরির মামলা দায়ের হয়েছে।