দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় ৪২তম জাতীয় স্কুল ও মাদরাসা গ্রীষ্মকালীন ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দামুড়হুদা উপজেলা স্টেডিয়ামে প্রতিযোগিতার ২য় দিনের খেলা অনুষ্ঠিত হয়। সকালে গোবিন্দহুদা মাধ্যমিক বিদ্যালয় টাইব্রেকারে ৩-০ গোলে কুঁনিয়া চাঁদপুর দাখিল মাদরাসাকে পরাজিত করে। বিকেলে দিনের অপর খেলায় মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয় ২-১ গোলে পাটাচোরা মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে। খেলায় রেফারি ছিলেন শিক্ষক সৈয়দ মাসুদুর রহমান। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহা, জয়রামপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম, সহকারী শিক্ষক আব্দুল লতিফ, অফিস সহকারী রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।