ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে জোছনা খাতুন (৩০) নামে এক গৃহবধূকে কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা। সদর উপজেলার রূপদাহ মাঠে এ খুনের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার সকালে পুলিশ রূপদাহ গ্রামের মাঠ থেকে তার ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে। নিহত জোছনা রূপদাহ গ্রামের আলম মণ্ডলের স্ত্রী।
এলাকাবাসী জানায়, রাতে খাওয়া-দাওয়ার পর কোনো এক সময় তাকে খুন করা হতে পারে। এ খুনের সাথে তার স্বামী জড়িত বলে অভিযোগ উঠেছে। জোছনার স্বামী ঘটনার পর থেকে পলাতক রয়েছে। ঝিনাইদহ সদর থানার ওসি কাজী জালাল উদ্দীন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত গৃহবধূর লাশ উদ্ধার করেছে। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি। নিহতের স্বামীকে আটকের চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।