ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে মফিজ উদ্দিন (৩৫) নামে এক চরমপন্থিকে গুলি করে খুন করেছে সন্ত্রাসীরা। সদর উপজেলার চান্দেরপোল গ্রামের নুড়কিতলা মাঠে এ খুনের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার সকালে পুলিশ পাটক্ষেতের পাশ থেকে তার লাশ উদ্ধার করেছে। নিহত মফিজ উদ্দিন হরিপুর গ্রামের সিদ্দিক আলী মণ্ডলের ছেলে। সে এক সময় চরমপন্থি সংগঠন শ্রমজীবী মুক্তি আন্দোলনের ক্যাডার হিসেবে কাজ করতো।
এলাকাবাসী জানায়, ৪ দিন আগে সদর উপজেলার গান্না ইউনিয়নের হরিপুর গ্রামের মফিজ উদ্দিন কালীগঞ্জ শহর থেকে নিখোঁজ হয়। সকাল ৮টার দিকে হরিপুর গ্রামের পার্শ্ববর্তী চান্দেরপোল গ্রামের মাঠে তার গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। তার গলায় গুলির চিহ্ন রয়েছে বলে প্রতক্ষদর্শীরা জানায়। ১৫ বছর আগে তার পিতা সিদ্দিক আলীও সন্ত্রাসীদের হাতে নিহত হয়। হত্যাকাণ্ডের কথা উল্লেখ করে ঝিনাইদহ সদর থানার ওসি কাজী জালাল উদ্দীন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।