স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্যক্রম সর্বস্তরের অংশগ্রহণে গোলটেবিল বৈঠক গতকাল বুধবার বেলা ১১টায় ওয়েভ ফাউন্ডেশনের প্রশিক্ষণকেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রাণালয় স্বাস্থ্য বিভাগ চুয়াডাঙ্গা এবং ব্র্যাকের আয়োজনে সিভিল সার্জন খন্দকার মিজানুর রহসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক দেলোয়ার হোসাইন। বিশেষ অতিথি ছিলেন বিএম’র সভাপতি ডা. মার্টিন হিরক চৌধুরী, সাধারণ সম্পাদক প.প কর্মকর্তা ডা. শাহাদত হোসেন, চুয়াডাঙ্গা বক্ষব্যধি ক্লিনিকের সিনিয়র কনসালটেন্ট ডা. রতন কুমার সিংহ, সদর থানা ওসি (তদন্ত) এসআই ফারুক হোসেন, জেলা তথ্য অফিসার মসিউর রহমান, ব্র্যাক প্রতিনিধি জাহাগীর আলম, চুয়াডাঙ্গার প্রেসক্লাবের আহ্বায়ক মাহাতাব উদ্দিন, প্রেসক্লাব চুয়াডাঙ্গা সভাপতি মানিক আকবার প্রমুখ।