মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি অভিযান দল গত সোমবার রাত আটটার দিকে গাংনী উপজেলার বামন্দী বাজার থেকে ১৪ বোতল ফেনসিডিল ও ১০ গ্রাম হেরোইনসহ ভরাট গ্রামের নামজুল ইসলামকে (৩৫) গ্রেফতার করেছে। সে ভরাট গ্রামের নাকার উদ্দীনের ছেলে।
ডিবি সূত্রের তথ্যমতে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি অভিযান দল বামন্দী বাজার এলাকায অভিযান চালায়। মাদক বেচাকেনার সময় নাজমুলকে গ্রেফতার করেন ডিবি সদস্যরা। এ সময় তার ব্যবহৃত একটি টিভিএস মোটরসাইকেল (চুয়াডাঙ্গা-হ-১১-৫১১৬) জব্দ করে পুলিশ। তার কাছ থেকে ১০ গ্রাম হেরোইন ও ১৪ বোতল ফেনসিডিল উদ্ধার করেন ডিবি পুলিশ সদস্যরা। পরে ডিবি পুলিশের পক্ষ থেকে মাদকদ্রব্য আইনে গাংনী থানায় মামলাসহ আদালতে সোপর্দ করা হয় নামজমুলকে। বিজ্ঞ আদালতের নির্দেশে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে গাংনী থানাসূত্র জানিয়েছে। এদিকে নামজুল নিজেকে নিদোর্ষ দাবি করে বলেছেন তিনি ষড়যন্ত্রের শিকার।