গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে গতকাল সোমবার চরগোয়ালগ্রাম মরা নদী ও নিত্যানন্দপুর সরকারি জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা বজলুর রশিদ। প্রধান অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক মনিরুজ্জামান। অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তরের জাটকা ইলিশ প্রকল্প পরিচালক জাহিদ হাবিব, গাংনী উপজেলা চেয়ারম্যান একেএম শফিকুল আলম, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা মমতাজ কাকুলী, জীবননগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফরহাদুর রেজা, গাংনী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আশাদুজামানসহ মৎসচাষিরা।