মাথাভাঙ্গা মনিটর: ক্যারিবীয় প্রিমিয়ার লিগ (সিপিএল) টি-টোয়েন্টির উদ্বোধনী আসরে শ্রীলঙ্কার পঞ্চম তারকা হয়ে যোগ দিলেন তিলকরত্নে দিলশান। আজ বৃহস্পতিবার ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো রেড স্টিলের বিপক্ষে প্রথম সেমিফাইনালে গায়ানা আমাজন ওয়ারিয়র্সের সাথে খেলবেন তিনি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দিল্লি ডেয়ারডেভিলস ও রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে খেলা দিলশান স্থলাভিষিক্ত হচ্ছেন মার্টিন গাপটিলের। গ্রুপ পর্বের শেষ ম্যাচে চোট পেয়ে দেশে ফিরেছেন গায়ানার কিউই তারকা।
গায়ানা কোচ রজার হারপার গত মঙ্গলবার বললেন, এ পর্যায়ে এসে মার্টিন গাপটিলের মতো সামর্থবান খেলোয়াড়কে হারানো দুঃখের। তবে তিলকরত্নে দিলশানের মতো দারুণ গুণাবলী সম্পন্ন তারকাকে পেয়ে আমরা আনন্দিত। মুত্তিয়া মুরালিধরন, কুমার সঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে ও লাসিথ মালিঙ্গার সাথে সিপিএলে যোগ দিলেন ৩৬ বছর বয়সী লঙ্কান তারকা। হারপার বললেন, যে কোনো দলের হয়ে খেলে অবদান রাখে দিলশান। আক্রমণাত্মক ব্যাটসম্যান সে। বলও দারুণ করে। ফিল্ডিংয়ে অসাধারণ।