আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আনজুমান আরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪টি ক্লিনিককে ২ হাজার ৫শ’ টাকা জরিমানা করেছেন। অপরিচ্ছন্ন, মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা ও নিয়ম মাফিক ডাক্তার ও নার্স না থাকার অভিযোগে ওই জরিমানা আদায় করা হয়েছে।
জানা গেছে, গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা নির্বাহী অফিসার আনজুমান আরার নেতৃত্বে ওই ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় অপরিচ্ছন্ন, মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা ও নিয়ম অনুযায়ী ক্লিনিকগুলোতে ডাক্তার ও নার্স না থাকার অভিযোগে ৪টি ক্লিনিককে জরিমানা করা হয়। নিউ লাইফ সার্জিক্যাল ক্লিনিককে ৫ হাজার, আলমডাঙ্গা ক্লিনিককে ৫ হাজার, ইউনাইটেড মেডিকেল ক্লিনিককে ১০ হাজার ও একতা মেডিকেল ক্লিনিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসারের সাথে উপস্থিত ছিলেন হারদী হাসপাতালের মেডিকেল অফিসার ডা. বুধাদীপ্ত দাস, উপজেলা স্যানিটারি অফিসার নিজাম উদ্দিন ও র্যাবের ডিএডি আব্দুল্লাহ-হিল- কাফি, এসআই জুয়েল হোসেন, এএসআই রিয়াজুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স।