আমঝুপি প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলা পর্যায়ে ৪২তম গ্রীষ্মকালীন আন্তঃ বিদ্যালয় ও মাদরাসা পর্যায়ের ফুটবল, কাবাডি ও হ্যান্ডবল প্রতিযোগিতা আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়মাঠে শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ২টায় অনুষ্ঠিত হাতিভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় সিএমসি মাধ্যমিক বিদ্যালয় একাদশকে ২/০ গোলে পরাজিত করে। হাতিভাঙ্গা স্কুলের পক্ষে তানভির আহাম্মেদ একাই ২ গোল করে দলকে বিজয়ী করে।