মেহেরপুর অফিস: বাংলাদেশ শিশু একাডেমী মেহেরপুর জেলা শাখার কর্মকর্তা গোলাম সিদ্দিকীর বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। ক্ষোভে মেহেরপুর জেলা এনসিটিএফ’র সদস্যরা গণহারে পদত্যাগ করেছেন। এনসিটিএফ মেহেরপুর জেলা শাখার ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির মধ্যে সভাপতি ও সম্পাদকসহ মোট ৮ জন ওই পদত্যাগপত্রে স্বাক্ষর করেছেন। বাকি ৩ সদস্য মেহেরপুরে অনুপস্থিত থাকায় তারা পদত্যাগপত্রে স্বাক্ষর করতে পারেনি। পদত্যাগপত্রে জানানো হয়েছে- শিশু বন্ধু প্লাটফরম গঠন সভাসহ এনসিটিএফ’র বিভিন্ন প্রোগ্রামের অর্থ আত্মসাৎসহ কর্মকর্তা গোলাম সিদ্দিকী দীর্ঘদিন যাবত শিশুদের সাথে দূর্ব্যবহার করে আসছেন। ইতঃপূর্বে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা গোলাম সিদ্দিকীর বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির খবর বিভিন্ন পত্রিকা ও টেলিভিশনে প্রচারিত হয়েছে। অভিভাবকদের সাথে খারাপ আচরণ করায় এলাকাবাসী ইতঃপূর্বে তাকে গণপিটুনি দিয়েছিলো। তারপরও তাকে মেহেরপুর থেকে অন্যত্র বদলি করা হয়নি। এনসিটিএফ’র পদত্যাগী সদস্যরা ওই সব অনিয়মের সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।