স্টাফ রিপোর্টার: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ২৬ হাজার জনকে অবলম্বে নিয়োগের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলনরতদের ওপর লাঠিচার্জ ও গরম পানি নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে পুলিশ। এতে ২০ জন অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সা নিয়েছেন। আন্দোলনরতদের সংগঠনের মহাসচিব এম নাজমুল হোসাইন ঘটনাস্থল থেকে ফজলুল হকসহ ১০ শিক্ষককে পুলিশ আটক করেছে বলে দাবি করলেও শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম জানিয়েছেন, কোনো শিক্ষককে আটক করা হয়নি।
আন্দোলনরতরা জানান, সোমবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে পূর্ব ঘোষিত অবস্থান কর্মসূচি অনুযায়ী প্রায় তিন হাজার জন জড়ো হন। এক পর্যায়ে তারা শিক্ষামন্ত্রীকে স্মারকলিপি দিতে সচিবালয়ের দিকে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। এ সময় তারা শহীদ মিনারের পাশে সড়ক অবরোধ করলে পুলিশ লাঠিচার্জ করে। এক পর্যায়ে পুলিশ জলকামান দিয়ে গরম পানি ছুঁড়লে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। গরম পানিতে শিক্ষক অসুস্থ হয়ে পড়েন। এদের মধ্যে আকলিমা, নাজমা, সেলিম মোহাম্মদ, জাহাঙ্গীর আলম, ইসমাইল, আশিকুর রহমান, নয়ন ও কৃষ্ণ পদ বিশ্বাসসহ ২০ জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শিক্ষকরা অভিযোগ করেন, লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে ৪২ হাজার শিক্ষক-শিক্ষিকা চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন। এদের মধ্যে ১৪ হাজার শিক্ষক-শিক্ষিকাকে বিভিন্ন স্কুলে নিয়োগ দেয়া হলেও বাকি ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকাকে নিয়োগ দেয়া হয়নি।