জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার উথলী ইউনিয়ন বিএনপির উদ্যোগে খয়েরহুদায় গতকাল সোমবার অনুষ্ঠিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে যুবদল কেন্দ্রীয় কমিটির শিল্প বিষয়ক সম্পাদক বিশিষ্ট শিল্পপতি মাহমুদ হাসান খান বাবু বলেছেন, বর্তমান আওয়ামী লীগ সর্বক্ষেত্রে ব্যর্থ একটি সরকার। এ সরকার উন্নয়ন করেছে শুধু খাতা-কলমে। মুখের বুলির সাথে কাজের বাস্তব কোনো মিল নেই। তবে উন্নয়ন হয়েছে এ দলের সুবিধাভোগী মুষ্টিমেয় কিছু নেতার। প্রধান অতিথি বাবু খান আরো বলেন, খালি কলসি বাজাতে অভ্যস্থ আওয়ামী লীগ সরকার যেকোনভাবে ক্ষমতায় টিকে থাকতে চাই। কিন্তু তাদের এ কৌশল কোনোদিনও বাংলার জনগণ সফল হতে দেবে না। বিরোধীদলীয় নেতাকর্মীদের দমাতে ব্যস্ত এ সরকার কোনোদিনও ক্ষমতায় টিকে থাকতে পারবে না।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক উথলী ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদের তত্ত্বাবধানে অনুষ্ঠিত সভার পূর্বে ৫ শতাধিক মোটরসাইকেলের বিশাল এক শোভাযাত্রা বাবু খানকে স্বাগত জানিয়ে জনসভাস্থলে নিয়ে যান। উথলী ইউনিয়নের খয়েরহুদা ওয়ার্ড বিএনপি সভাপতি মনিরুল ইসলাম মন্টর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আক্তারুজ্জামান, সহসভাপতি জাফর আলী, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খাঁন খোকন, জেলা শ্রমিক দল সভাপতি সাবু তরফদার, দর্শনা পৌর বিএনপি সভাপতি মইদুল ইসলাম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বুলেট, জীবননগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক উথলী ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক সেমিল রেজা, দামুড়হুদা ইউপির সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা রফিকুল হাসান তনু, তিতুদহ ইউনিয়ন বিএনপি নেতা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন, বেগমপুর ইউনিয়ন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান আলী হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা আহাম্মদ আলী, সীমান্ত ইউপির সাবেক চেয়ারম্যান ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাজান আলী, উথলী ইউনিয়ন বিএনপি নেতা শরীফ উদ্দীন দারা ও জেলা যুবদল নেতা দৌজাউদ্দিন। এছাড়াও বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপি নেতা ফজলু করিম, আব্দুস শুকুর, ইস্রাফিল হোসেন প্রমুখ।
আন্দুলবাড়িয়া প্রতিনিধি জানিয়েছেন, জাতীয়তাবাদী কেন্দ্রীয় যুবদলের শিল্প বিষয়ক সম্পাদক ও রাইজিং গ্র“পের ব্যবস্থাপনা পরিচালক চুয়াডাঙ্গা-২ আসনের আগামী জাতীয় সংসদ সদস্য নির্বাচনে সম্ভাব্য মনোনয়নপ্রত্যাশী মহামুদ হাসান খান বাবু বলেছেন, পাঁচ সিটি করপোরশন নির্বাচনে জনগণ নৌকার মাস্তুল ভেঙে দিয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আ.লীগের নৌকা ডুবিয়ে দেয়ার ভয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে ভয় পাচ্ছে। তিনি গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টায় জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত খয়েরহুদা ঈদগা ময়দানে কর্মী সমাবেশ ও যোগদানসভায় প্রধান অতিথি বক্তব্যে উপরোক্ত মন্তব্য করেন। ওয়ার্ড সভাপতি মনিরুল ইসলাম মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সমাবেশে তিনি আরো বলেন, একতরফা নির্বাচন আমরা মানি না। লেভেলপ্লেয়িং ফিল্ডে আমরা খেলতে চায়, অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে দিতে হবে। তা না হলে দূর্বার আন্দোলনের মাধ্যমে আমরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে এনে নির্বাচনে অংশগ্রহণ করবো। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জীবননগর উপজেলার বিএনপির সভাপতি আক্তারুজ্জামান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খাঁন খোকন, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, সিনিয়র সহসভাপতি জাফর আলী মিয়া, সীমান্ত ইউনিয়ন সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান শাহাজান আলী, তিতুদহ ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন, বেগমপুর ইউপি চেয়ারম্যান আলী হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান আহমদ আলী, দর্শনা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, দামুড়হুদা উপজেলা যুবদলের সাবেক সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম তনু, সাবেক পৌর কমিশনার আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান বুলেট, সীমান্ত ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গনি। বাকাঁ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শরীফ উদ্দীন, উথলী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুর রহমান, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মোস্তাফিজুর রহমান সোনা, উথলী ইউনিয়ন বিএনপির সম্পাদক সেলিম রেজা, আন্দুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক শেখ হাফিজুর রহমান, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক সাবু তরফদার, যুগ্মআহ্বায়ক দোজাউদ্দিন, সাবেক ছাত্রনেতা সাইফুল ইসলাম, কামরুল ইসলাম, ঝন্টু প্রমুখ। ব্যাপক মোটরসাইকেল শো-ডাউন দিয়ে নেতাকর্মীদের সাথে নিয়ে বাবু খান আন্দুল বাড়িয়াস্থ বাসভবন থেকে কর্মী সমাবেশে যোগদান করেন। সমাবেশে ছাত্রলীগ নেতা মনিরুল ও হুমায়নের নেতৃত্বে ১৪ জন ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মী বাবু খানের হাতে হাত রেখে বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন উথলী ইউনিয়ন বিএনপির সহসভাপতি শরিফ উদ্দিন দারা।
বেগমপুর প্রতিনিধি জানিয়েছেন, চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের বিএনপি নেতা শরিফ উদ্দিনের নেতৃত্বে গতকাল সোমবার বিকেল ৩টার দিকে প্রায় শতাধিক মোটরসাইকেল শোডাউনের মধ্যদিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির শিল্প বিষয়ক সম্পাদক মাহমুদ হাসান খান বাবুর আন্দুলবাড়িয়া বাসভবনে সৌজন্য স্বাক্ষাত করেন। এ সময় তার সাথে ছিলেন তিতুদহ ইউনিয়ন বিএনপির সহসভাপতি মোকবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক আবুল হাশেম টোটন, বিএনপি নেতা রেজাউল হক, বাবুল, রুনু, আতিয়ার রহমান, শিমুল, আহাদ আলী, লতিব, জহির, একলাছ, মিটন, মুরাদ, মনি মেম্বার, কামাল, মোশারেফ, খাজা, যুবদল নেতা সাগর হোসেন প্রমুখ।
অপরদিকে, চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের খেজুরতলায় গতপরশু রোববার সন্ধ্যা ৭টার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির শিল্প বিষয়ক সম্পাদক মাহমুদ হাসান খান বাবুর পক্ষে গণসংযোগ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। তিতুদহ ইউপি চেয়ারম্যান আকতার হোসেনের নেতৃত্বে গণসংযোগ শেষে বিএনপির প্রবীণ নেতা সিরাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা করেন বিএনপি নেতা মতিয়ার রহমান, উল্লাশ মালিথা, আজিজুল হক, দালু বিশ্বাস, আত্তাব উদ্দিন, লিপন মিয়া, বাসার ডাক্তার প্রমুখ। এ সময় নেতৃবৃন্দ বলেন, বর্তমান সরকারের দুঃশাসন থেকে জনগণ মুক্তি চাই। তাই বাবু খানের নেতৃত্বে আগামী আন্দোলন সংগ্রামের জন্য দলকে শক্তিশালী করার কোনো বিকল্প নেই।