সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গার সরোজগঞ্জ শম্ভুনগরে কলেজছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গতকাল সোমবার দুপুরের দিকে সরোজগঞ্জ শুম্ভুনগর গ্রামের রেজাউল ইসলামের মেয়ে সরোজগঞ্জ তেতুল শেখ কলেজের একাদশ শ্রেণির ছাত্রী রিক্তা খাতুন (১৬) নিজ বাড়ি শোবার ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
পারিবারিকসূত্রে জানা গেছে, গত রোববার রাতে তার মায়ের নিকট একটি মোবাইলফোন কিনে দেয়ার কথা বলে। পরিবারের লোকজন মোবাইলফোন কিনে না দেয়ায় অভিমান করে দুপুরে সে নিজের ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।