আদম ব্যাপারিসহ ৩ আসামিকে আটকের দাবিতে এসপি বরাবর স্মারকলিপি পেশ
মেহেরপুর অফিস: বিদেশে পাঠানোর নামে প্রতারণা মামলার আসামি এক আদম ব্যাপারিসহ ৩ জনকে আটকের দাবিতে মেহেরপুর পুলিশ সুপার বরাবর স্মারক লিপি পেশ করা হয়েছে। শনিবার সকালে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের হরিরামপুর গ্রামের ভুক্তভোগী মোট ১১ পরিবারের সদস্যরা পুলিশ সুপার মোফাজ্জেল হোসেনের নিকট ওই স্মারকলিপি পেশ করেন। পুলিশ সুপার ওই সময় ভুক্তভোগীদের সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন।
উল্লেখ্য, মেহেরপুর সদর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের আদমব্যবসায়ি নাসিরউদ্দিন ওরফে নাসির সিসিলিতে মোটা অংকের টাকা বেতনের চাকরির প্রলোভন দেখান এবং সদর উপজেলার হরিরামপুর গ্রামের মৃত মোসলেম মণ্ডলের ছেলে আরশেদ আলী, আব্বাসউদ্দিনের ছেলে আরিফুজ্জামান, ঈমান আলীর ছেলে মিঠু, আমের উদ্দিনের ছেলে জামালুন, শহিদুলের ছেলে সেলিম, কাশেমের ছেলে মো. নাজির, মৃত আলউদ্দিনের ছেলে সাখাওয়াত হোসেন, দুলু শেখের ছেলে জিয়ারুল, মৃত হিসাব আলীর ছেলে আখের আলী, হামেদ আলীর ছেলে আহাম্মদ আলী, আব্দুল বারির ছেলে সাহাবুলের নিকট থেকে মাথা পিছু ২ লাখ ৪০ হাজার টাকা করে মোট প্রায় সাড়ে ২৬ লাখ টাকা আদায় করে তাদের সাথে প্রতারণা করে। তাদের বিদেশে না পাঠিয়ে ওই টাকা নিয়ে সে চম্পট দেয়। ওই ঘটনায় হরিরামপুর গ্রামের খোরশেদ আলী বাদী হয়ে আদমব্যবসায়ি নাসিরউদ্দিন ওরফে নাসিরসহ ৩ জনকে আসামি করে মেহেরপুর সদর থানায় একটি প্রতারণা মামলা করেন। পুলিশ আসামিদের না ধরায় তারা পুলিশ সুপার বরাবর স্মারক লিপি পেশ করলেন।