জিয়াউর রহমান জিয়া: বুঝে ওঠার আগেই সাপের বিষে নীল হয়ে মারা গেলো চুয়াডাঙ্গা সরোজগঞ্জ বহালগাছির মসপুকুরপাড়ার ১ বছর বয়সী শিশু সোহাগী। গতকাল রাতে মায়ের সাথে ঘুমন্ত অবস্থায় অসুস্থ হয়ে পড়ে সে। পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে না পারার কারণে বাঁধন ছাড়াই হাসপাতালের নেয়ার পথে সরোজগঞ্জ বাজারে নিকট সে মারা যায়। সাপের বিষে শরীর হয়ে গেছে নীল, এ কথা শুনে লাশ ফিরিয়ে নেয়া হয় তার বাড়ি।
জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়নের সরোজগঞ্জ বহালগাছি মসপুকুরপাড়ার দিনমুজুর রকিম উদ্দীনের মেয়ে সোহাগী (১) গতকাল রোববার রাতে মায়ের সাথে ঘুমিয়ে ছিলো। মায়ের পাশে ঘুমন্ত অবস্থায় তার পায়ে সাপে দংশন করে। বিষয়টি পরিবারের সদস্যরা কেও না বুঝে হাসপাতালে নেয়ার চেষ্টা করে পথিমধ্যেই তার মৃত্যু ঘটে। লাশ নিয়ে বাড়ি নিয়ে এলে সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়।