ঝিনাইদহ অফিস: পুলিশের বাঁধায় ঝিনাইদহের শৈলকুপায় কৃষক সংগ্রাম সমিতির সভা পণ্ড হয়ে গেছে। পাটের মূল্য বৃদ্ধি, সারের মূল্য কমানো, সরকারি চার্ট অনুযায়ী খাজনা আদায়সহ কয়েকটি দাবিতে গতকাল রোববার বিকেলে ভাটই বাজারে এ সভা আহ্বান করেছিলো শৈলকুপা কৃষক সংগ্রাম সমিতি। সভায় আলোচক হিসেবে দলটির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি হাফিজুর রহমান, ঝিনাইদহ জেলা কমিটির আহ্বায়ক সাখাওয়াত হোসেন, জাতীয় ছাত্রদল ঝিনাইদহ জেলা শাখার আহ্বায়ক মানবেন্দ্র দাসসহ অনেকে উপস্থিত ছিলেন। বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি শৈলকুপা থানা শাখার সভাপতি ইমরান হোসেন ফারুক জানান, কৃষকদের বেশ কিছু দাবি নিয়ে সংগঠনের হাট সভা ডাকা হয়। একই সাথে তাদের এক কর্মীর তৃতীয় মৃত্যুবার্ষিকীর কর্মসূচিও ছিলো। কিন্তু ভাটই বাজার ক্যাম্প পুলিশের ইনচার্জ জাহিদুল ইসলাম তাদেকে সভা করতে দেয়নি। সারাদেশে জামায়াতের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে ওপর থেকে নির্দেশনা ছিলো এক জায়গায় ৫/৬ জনের বেশি মানুষ জড়ো হতে পারবে না। তাই দলটির সভা করতে বাঁধা দেয়া হয়েছে বলে তিনি জানান। তিনি আরো জানান, শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী প্রিন্সকে গত ১৪ আগস্ট লিখিতভাবে অবগত করা হয়েছিলো।
এ দিকে শৈলকুপা থানার ওসি আনোয়ার হোসেন জানান, যেকোনো মিটিং সভা করতে গেলে ডিএসবি, এসপি অফিসের অনুমতি লাগে। কিন্তু তাদের অনুমতি না থাকা এবং দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সভা করতে দেয়া হয়নি।