দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর পদ্মার ভাঙন কবলিত ফিলিপনগর ইউনিয়নের ইসলামপুর, আবেদের ঘাট, ফিলিপনগর ও মরিচা ইউনিয়নের বৈরাগীর চর এলাকা পরিদর্শন করেছেন দৌলতপুর আসনের সংসদ সদস্য উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফাজ উদ্দিন আহমেদ।
গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে পরিদর্শনকালে সংসদ সদস্যের সাথে উপস্থিত ছিলেন যুব জোটের কেন্দ্রীয় কমিটির যুগ্মসাধারণ সম্পাদক শরিফুল কবির স্বপন, আওয়ামী লীগ নেতা অ্যাড. এজাজ আহমেদ মামুন, বুদু সরকার, মামুন কবিরাজ আওলাদ হোসেন মাস্টার, ইসলামপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঈনুল ইসলাম ভাইরা প্রমুখ। এ সময় সংসদ সদস্য আফাজ উদ্দিন আহমেদ ইসলামপুর মাধ্যমিক বিদ্যালয়কে ভাঙন থেকে রক্ষা করতে আপদকালীন বালির বস্তা ফেলার জন্য নগদ ৫০ হাজার টাকা প্রদান করেন। সংসদ সদস্য আফাজ উদ্দিন আহমেদ জানান, পদ্মার ভাঙন থেকে এ এলাকাটিকে রক্ষার জন্য পানি উন্নয়ন বোর্ডের ১ কোটি ৬৫ লাখ টাকার কাজ দ্রুত সময়ে সম্পন্ন করা হবে।