দর্শনা অফিস: দর্শনা বিজিবি সদস্যরা মাদকবিরোধী অভিযান চালিয়ে ঈশ্বরচন্দ্রপুরের দুজনকে ফেনসিডিলসহ আটক করেছেন। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল সোমবার ভোরে বিজিবির নিজস্ব গোয়েন্দার গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা বিজিবি ক্যাম্পের হাবিলদার জিল্লুর রহমান সঙ্গীয় সদস্যদের নিয়ে মাদকবিরোধী অভিযান চালান দর্শনা পৌর শহরের ঈশ্বরচন্দ্রপুরে। বিজিবি সদস্যরা ঈশ্বরচন্দ্রপুর গোরস্তানপাড়ার মনিরুদ্দিনের ছেলে জামাল উদ্দিন (২৭) ও আব্দুল বারীর ছেলে আশাদুল ইসলাম ওরফে আশা পাগলাকে (৪০) আটক করেছেন। বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, আটককৃত আশা ও জামালের দেহতল্লাশি চালিয়ে চার বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় হাবিলদার জিল্লুর রহমান বাদী হয়ে গতকালই দামুড়হুদা থানায় আটককৃত দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এদিকে বিজিবির একই দল বিকেলে অভিযান চালিয়ে ঈশ্বরচন্দ্রপুর স্কুলপাড়ার হাসেম আলীর ছেলে খায়রুলকে আটক করেছে। হাবিলদার জিল্লুর রহমান বলেছেন, খায়রুল ফেনসিডিল পাচার মামলার পালাতক আসামি। সন্ধ্যায় খায়রুলকে দামুড়হুদা থানায় সোপর্দ করা হয়েছে।