খবর: (হাসপাতালের চিকিৎসক লিখলেন এক ওষুধ, ফার্মেসি দিলো অন্যটা)
সব কিছুরই কারণ আছে জানি
বললে ব্যথায় চোখে আসে পানি
টাকার লোভে জীবন নিয়ে টানে
জোরে জোরে কঠিন আঘাত হানে।
কি আর তাতে যে মরে যায় যাক
বাঁচার মতো ওদের আছে ফাঁক
যা বলি তা মিথ্যা কথা নয়
এইভাবে সব টাকার কুমির হয়।
লোক ঠকিয়ে হচ্ছে ভীষণ মোটা
রাতারাতি দিচ্ছে দালান-কোঠা
ওষুধ দিয়ে মারছে মানুষ ওরা
কায়দা জানা আছে গো আনকোরা।
-আহাদ আলী মোল্লা