জীবননগর ব্যুরো: চুয়াডাঙ্গা জীবননগরে স্বামীর ইটের আঘাতে স্ত্রী রূপালী খাতুন (২৫) নিহত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাসপাতালে নেয়াকালে স্ত্রী রূপালী খাতুন মৃত্যুর কোলে ঢলে পড়েন। ঘটনাটি ঘটেছে জীবননগর উপজেলার শাখারিয়া পিচমোড়ে।
প্রত্যক্ষদর্শী ও অভিযোগসূত্রে জানা গেছে, জীবননগর শাখারিয়া পিচমোড়ের মো. তেঁতুল মিয়ার ছেলে সুমনের সাথে পার্শ্ববতী হেলিপোর্টপাড়ার বাচ্চু মিয়ার মেয়ে রূপালীর আট বছর আগে বিয়ে হয়। তাদের ঘরে রিফাত নামে ছয় বছরের একটি ছেলে রয়েছে। বিয়ের পর থেকে দফায় দফায় সুমন যৌতুক দাবি করে এবং রূপালীর পরিবার তা পূরণ করে। গতকাল বিকেলে সে আবার যৌতুক এনে দেয়ার জন্য চাপ সৃষ্টি করলে রূপালী তা এনে দিতে অপরাগতা প্রকাশ করে। এ ঘটনায় ক্ষিপ্ত স্বামী ইট দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করে। মুমূর্ষু অবস্থায় রুপালীকে যশোর হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়। এ ঘটনার পর স্বামী সুমন ও সুমনের মা পলাতক রয়েছে।