জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার গয়েশপুর সীমান্তে বিজিবি ও বিএসএফ যৌথ টহল দিয়েছে। গতকাল সোমবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সীমান্তের ৬৩ নং মেন পিলার থেকে ৬৪ নং মেন পিলার পর্যন্ত পাঁচ কিলোমিটার সীমান্ত জুড়ে এ টহল চলে।
বিজিবি’র গহেশপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার শহীদ সরোয়র জানান, সীমান্তে চোরাচালান প্রতিরোধে এ যৌথ টহল দেয়া হয়েছে। যৌথ টহলে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন গয়েশপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার শহীদ সরোয়ার এবং বিএসএফ’র পক্ষে নেতৃত্বে দেন টুঙ্গিপাড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর যাদব সিং।