খোলো খোলো দ্বার
সরদার আল আমিন
বিশ্বাস করি বলেই তো অতোটা আগলে রাখি
আলতো ছোঁয়ায় অনেক স্বপ্নের বীজ বুনি।
বিশ্বাসে মেলায় বস্তু……
অবিশ্বাসের সাগরে ভাসছো বলেই তো
আগান বাগান বসতবাড়িতে আগাছা অতো।
বিশ্বাস করেই দেখো, ডাকাতি করলেও
অন্তত উপড়ে নেব না।