জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার উথলী বিশেষ ক্যাম্পের বিজিবি সদস্যরা গতকাল রোববার ভোরে সিংনগর স্কুল মাঠ এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার করেছে।
বিজিবিসূত্রে জানা গেছে, উথলী বিশেষ ক্যাম্পের কমান্ডার হাবিলদার মো. নাজমুল হকের নেতৃত্বে একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার ভোর ৪টার দিকে সিংনগর স্কুল মাঠ এলাকায় চোরাচালানবিরোধী এক অভিযান চালায়। এ সময় ৪/৫ জনের এক দল মাদক চোরাচালানি বিজিবির উপস্থিতি টের পেয়ে দুটি কার্টুন ফেলে পালিয়ে যায়। পরে তাদের ফেলে যাওয়া কার্টুন থেকে দেড় লাখ টাকা মূল্যের ৯৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।