দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা স্টেডিয়ামে উপজেলা পর্যায়ের বঙ্গবন্ধু-বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনের খেলা অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার সকালে বালকদের খেলায় বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ৪-৩ গোলে ছুটিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।
বেলা ১১টায় বালিকাদের খেলায় কুলবিলা আদর্শ গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫-০ গোলে নতিপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। বিকেলে বালকদের খেলায় দক্ষিণ চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে এবং বালিকাদের খেলায় ডুগডুগি সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। খেলা পরিচালনা করেন শিক্ষক সৈয়দ মাসুদুর রহমান, সাইদুর রহমান সন্টু, তিতুয়ার রহমান ও মফিজুর রহমান।
দামুড়হুদা উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সহকারী কমিশনার (ভূমি) ফরিদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান শরীফুল আলম মিল্টন, উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি এম. নুরুন্নবী, ইউআরসি ইন্সট্রাক্টর জামাল হোসেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মমতাজ পারভীন, আসাফুদ্দোলা, জেলার বিশিষ্ট ক্রীড়া সংগঠক সরোয়ার হোসেন মধু, আলী কদর জোয়ার্দ্দার, বিকেএসপির ফুটবল কোচ জাহিদ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ জুয়েল, শিক্ষিকা শামসুন্নাহার, শিক্ষক সাইফুর রহমান, জান মোহাম্মদ জান্টু, হাবিবুর রহমান ও রাশেদুল মেম্বার মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।