দামুড়হুদায় অগ্নিকাণ্ডে দুটি হোটেল ভস্মীভূত : চার লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

No Image

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় গভীররাতে আগুন লেগে দুটি হোটেলের সমস্ত মালামাল ভস্মীভূথ হয়েছে। অগ্নিকাণ্ডে দুটি ফ্রিজসহ অন্যান্য মালামাল পুড়ে প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে দমকলবাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে। গত শুক্রবার রাত ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, দামুড়হুদা উপজেলা শহরের স্টেডিয়ামপাড়ার বাসিন্দা মৃত ইছাহক আলীর ছেলে মনিরদ্দিন ও একই পাড়ার মৃত আব্দুস সামাদের ছেলে আব্দুল মজিদ বাসস্ট্যাণ্ডের পূর্বপার্শ্বে পাশাপাশি দির্ঘদিন ধরে হোটেলব্যবসা করে আসছেন। অন্যান্য দিনের ন্যায় গত শুক্রবার রাতে মিস্টান্নসহ সকালের নাস্তা তৈরির মালামাল তৈরি করে রাত ১২টার দিকে বাড়ি চলে যায়। রাত ২টার দিকে মজিদের হোটেলে আগুন ধরে যায়। নৈশ্রপ্রহরীরা আগুন জলতে দেখে তড়িঘড়ি দুটি হোটেলব্যবসায়ীর বাড়িতেই খবর দেন। খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে দুটি হোটেলের দুটি ফ্রিজ, ১২টি টেবিল, ২২টি চেয়ার, ৮টি সিলিং ফ্যানসহ অন্যান্য মালামাল ভস্মীভূত হয়। এতে প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত হোটেল ব্যবসায়ী মনিরদ্দিন ও আ. মজিদ। বিদ্যুতের সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। দামুড়হুদা উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার সহকারী কমিশনার (ভূমি) ফরিদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, সদর ইউপি চেয়ারম্যান প্রভাষক শরীফুল আলম মিল্টন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদেরকে সমবেদনা জানান।