টিপ্পনী:

No Image

খবর: (চুয়াডাঙ্গা দৌলাতদিয়াড়ের দুজন গ্রেফতার : কাস্টডিতে নেয়ার সময় পাওয়া গেল গাঁজা)

চেহারা বেশ ভদ্র ভদ্র
কোমরে তার গাঁজা আছে,
এমন দশা হলেই খবর
বরাতে খুব সাজা আছে।

গুষ্টিপালা ভালোই শুনি
কিন্তু ছেঁড়ায় তালি আছে,
মুখে দেখি চুন-কালি আর
নোংরা ধুলো বালি আছে।

দেখতে ছেলে নায়ক নায়ক
কিছুর যেন অভাব আছে,
ঠুসি মুখে কষে বাঁধা
কচা খাওয়ার স্বভাব আছে!

-আহাদ আলী মোল্লা