ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কালীগঞ্জে এক ব্যবসায়ীর বাড়িতে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি সংঘটিত হয়েছে। এ সময় ঘরে থাকা নগদ ৫০ হাজার টাকা সোনার গয়নাসহ দু লাখ টাকার মালামাল লুট করে পালিয়ে যায়। গৃহকর্তা জানান, গত শুক্রবার রাতে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মধুগঞ্জ বাজারের ঢাকালেপাড়ার ব্যবসায়ী জাহিদুর রহমানের বাড়িতে ঢুকে করে ঘরে তালা ভেঙে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৫০ হাজার টাকা ও সোনার গয়নাসহ দু লাখ টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে কালীগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছিলো।
ঝিনাইদহের কালীগঞ্জে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি
