বিরোধী জোটের আন্দোলন মোকাবেলায় ছাত্রলীগকে প্রস্তুত থাকতে হবে
গাংনী প্রতিনিধি: বঙ্গবন্ধুর আদর্শে গড়া বাংলাদেশ ছাত্রলীগ দেশের সব আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। ছাত্রলীগকে নিয়ে বঙ্গবন্ধুর অনেক স্বপ্ন ছিলো। বর্তমান পরিস্থিতিতে জামায়াত-শিবিরসহ বিরোধীদলীয় জোটের ধ্বংসাত্মক আন্দোলন কর্মসূচি মোকাবেলায় ছাত্রলীগকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তাই ঐক্যবদ্ধ হয়ে এখনই প্রস্তুত হতে হবে। গতকাল শনিবার দুপুরে মেহেরপুর গাংনী উপজেলা ছাত্রলীগের বর্ধিতসভায় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্দেশে এমন দাবি করেন। উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত বর্ধিতসভায় ছাত্রলীগ নেতাকর্মীরাও আওয়ামী লীগ নেতৃবৃন্দের দাবির সাথে একাত্মতা পোষণ করে প্রস্তুত থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান রেজা সেন্টুর সভাপতিত্বে বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন। উপস্থিত ছিলেন- সাবেক এমপি মকবুল হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মকলেছুর রহমান মুকুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, উপজেলা চেয়ারম্যান জেলা আ.লীগের যুগ্ম সম্পাদক একেএম শফিকুল আলম, পৌর মেয়র আ.লীগ নেতা আহম্মেদ আলী, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন, ইয়াছিন রেজা, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বারিকুল ইসলাম লিজন, মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি তোহিদুল ইসলাম, গাংনী উপজেলা ছাত্রলীগের সহসভাপতি রিপন, সাংগঠনিক সম্পাদক সাগর, পৌর ছাত্রলীগের সভাপতি মানিক, সম্পাদক ইমরান হাবিব, কলেজ ছাত্রলীগের সভাপতি রতন, সম্পাদক উজ্জ্বল ও ছাত্রলীগ নেতা সিপুসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।