কার্পাসডাঙ্গা প্রতিনিধি: আলমডাঙ্গায় নারী নিয়ে ফূর্তি করতে গিয়ে বেরসিক জনতার হাতে পাকড়াও হলো কার্পাসডাঙ্গার আসাদুল ও কোমরপুর গ্রামের সবুজ নামের দু যুবক। ৩০ হাজার টাকায় পার পেলো অভিযুক্ত দু যুবক।
জানা গেছে, গতপরশু শুক্রবার রাতে দামুড়হুদার কার্পাসডাঙ্গা মাঝপাড়ার গোলাম রহমানের ছেলে আসাদুল (৩০) ও কোমরপুরের আলাউদ্দিনের ছেলে সবুজ (২৮) একই ইউনিয়নের বাঘাডাঙ্গা গ্রামের স্বামী পরিত্যক্ত দু সন্তানের জননী বিলকিসকে সাথে নিয়ে ফূর্তি করতে যায় আলমডাঙ্গা রেললাইন খাদ্যগুদামপাড়ার কাইয়ুমের স্ত্রী পারুলের বাড়িতে। সবুজ, আসাদুল ও বিলকিসকে পারুলের বাড়িতে দেখে সন্দেহের দানা বাধে মহল্লার বেরসিক জনতার। সন্ধ্যার পর থেকেই তারা ওত পেতে থাকে। রাত গভীর হওয়ার সাথে সাথে যখন বিলকিসকে নিয়ে রঙ্গলীলায় মেতে ওঠে আসাদুল ও সবুজ, ঠিক তখনই হাতেনাতে পাকড়াও করা হয় তাদের। দেয়া হয় উত্তমমধ্যম। এক পর্যায়ে ৩০ হাজার টাকা জরিমানা দিয়ে বাড়ি ফিরেছে তিনজন।